তিন দিন ব্যাপী জাতীয় বায়োক্যাম্পের পর্দা উঠল আজ
জাতীয় বায়োক্যাম্প অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ, ছবি: বিডিবিও
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে আজ থেকে শুরু হয়েছে
জাতীয় বায়োক্যাম্প-২০২৪। গত ০৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত জাতীয় জীববিজ্ঞান উৎসবে বায়োক্যাম্পের জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।
বায়োক্যাম্পে শিক্ষার্থীদের আন্তজার্তিক মানের গবেষকদের তত্ত্বাবধানে তাত্ত্বিক ও ব্যবহারিক
বিষয়ে দক্ষ করে তোলা হবে। বায়োক্যাম্প শেষে চূড়ান্তভাবে চারজন শিক্ষার্থী আন্তজার্তিক
জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য বাছাই করা হবে। এই চারজন শিক্ষার্থী কাজাখস্তানে অনুষ্ঠিতব্য
৩৫তম আন্তজার্তিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশে আন্তজার্তিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের একমাত্র নিবন্ধিত
প্রতিষ্ঠান বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড। বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞানকে
জনপ্রিয় করতে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড জীববিজ্ঞান বক্তৃতা, সেমিনার ও অলিম্পয়াডের
আয়োজন করে। এই বছর দেশের ১১টি অঞ্চলে আয়োজিত আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পয়াডের মাধ্যমে
জীববিজ্ঞান উৎসবের যাত্রা শুরু হয়। আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পয়াডে বিজয়ীরা গত ০৪ মে
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করে। জাতীয় বায়োক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ, ছবি: বিডিবিও