-->

জীববিজ্ঞান উৎসব ২০২২ঃ আঞ্চলিক অলিম্পিয়াড কবে, কোথায়?


বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞান প্রসার ও জীববিজ্ঞানে আগ্রহী করার লক্ষ্যে আয়োজিত হয় জীববিজ্ঞান উৎসব। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও দৈনিক সমকাল যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করে। 

গত ১৮ ডিসেম্বর ২০২১ আয়োজকেরা বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২২ এর রেজিষ্ট্রেশন উদ্বোধন ঘোষণা করে। ফলে শিক্ষার্থীরা registration.bdbo.net লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করে আঞ্চলিক জীববিজ্ঞান অঅলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারব। 

উল্লেখ্য আঞ্চলিক অলিম্পিয়াড থেকে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। 

ইতিমধ্যে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি আঞ্চলিক জীববিজ্ঞান  অলিম্পিয়াডের তারিখ প্রকাশ করেছে৷ নির্দিষ্ট অঞ্চলে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীরা নির্ধারিত তারিখে জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে৷ নিচে আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ উল্লেখ করা হলো-

  • ০৪/০৩/২০২২ (শুক্রবার )- রংপুর অঞ্চল

  • ০৪/০৩/২০২২ (শুক্রবার )- বরিশাল অঞ্চল

  • ০৫/০৩/২০২২(শনিবার) - বগুড়া অঞ্চল

  • ০৫/০৩/২০২২(শনিবার )- খুলনা অঞ্চল

  • ১১/০৩/২০২২(শুক্রবার) - কুমিল্লা অঞ্চল

  • ১১/০৩/২০২২(শুক্রবার )- ঢাকা উত্তর অঞ্চল

  • ১২/০৩/২০২২(শনিবার) - ময়মনসিংহ অঞ্চল

  • ১২/০৩/২০২২(শনিবার )- চট্টগ্রাম অঞ্চল

  • ১৮/০৩/২০২২(শুক্রবার )- রাজশাহী অঞ্চল 

  • ১৮/০৩/২০২২(শুক্রবার) - ঢাকা দক্ষিণ অঞ্চল 

  • ১৯/০৩/২০২২(শনিবার)- জাহাঙ্গীরনগর অঞ্চল

  • ১৯/০৩/২০২২ (শনিবার)- সিলেট অঞ্চল 


সুত্রঃ বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড


Blogger দ্বারা পরিচালিত.