কোন আম কখন খাবেন?
আমের নাম |
কেনার সঠিক সময় |
যে জেলায় জন্মে |
গোবিন্দভোগ |
১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত |
সাতক্ষীরা |
গোপালভোগ |
২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও সাতক্ষীরা |
রানিপছন্দ |
১ থেকে ১৫ জুনের মধ্যে |
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী |
ক্ষীরসাপাতি |
৭ থেকে ৩০ জুন পর্যন্ত |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা |
নাক ফজলি |
৮ থেকে ২৫ জুন |
চাঁপাইনবাবগঞ্জ |
বোগলাগুটি |
১২ জুন থেকে ৭ জুলাই |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর |
বারি আম-২ (লক্ষ্মণভোগ) |
১৫ জুন থেকে ১৫ জুলাই |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর |
বোম্বাই |
১২ জুন থেকে ৫ জুলাই |
মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ |
ল্যাংড়া |
১৫ জুন থেকে ১৫ জুলাই |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও সাতক্ষীরা |
তোতাপুরি |
১৫ জুন থেকে ১০ জুলাই |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর |
হাঁড়িভাঙা |
২০ জুন থেকে ৫ আগস্ট |
রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলা |
আম্রপালি |
২৮ জুন থেকে ২৫ জুলাই |
সমগ্র বাংলাদেশ |
সূর্যপুরী |
১ জুলাই থেকে ২০ জুলাই |
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও |
সুরমা ফজলি |
৩০ জুন থেকে ৩০ জুলাই |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর |
ফজলি |
৫ জুলাই থেকে ১৫ আগস্ট |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা |
বারি-৪ ৭ |
জুলাই থেকে ২০ জুলাই : |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী |
মল্লিকা ৭ |
জুলাই থেকে ৫ আগস্ট |
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ |
মোহনভোগ |
৮ জুলাই থেকে ৩০ জুলাই |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর |
আশ্বিনা |
২০ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর |
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ |
গৌরমতি |
২০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর |
চাঁপাইনবাবগঞ্জ |
চৌষা |
১০ জুলাই থেকে ১০ আগস্ট |
তালিকা প্রদত্ত সময় বিবেচনা করে আমরা আম ক্রয় করবো। তাতে ভেজালমুক্ত আম খাওয়া হবে। মধুমাসের রসালো ফল আমের প্রতি যেমন আমাদের বিশেষ আগ্রহ, তেমনি আমাদের অসেচতনতার কারণে এই সুস্বাদু ফল বিষক্রিয়ার কারণ হতে পারে। নিজেদের সচেতনতার মাধ্যমে ভেজালমুক্ত আম সংগ্রহ করা সম্ভব। নিরাপদ খাবার ভক্ষণের মাধ্যমে নিজে সুস্থ থাকুন, আগামী প্রজন্মকে সূস্থ রাখুন।
তথ্য সূত্র: বিবিসি, দৈনিক প্রথম আলো, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট