আঞ্চলিক বায়োলজি অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত !
বাংলাদেশের শিক্ষার্থীদের জীবজ্ঞিানের সবচেয়ে বড় আসর জীববিজ্ঞান অলিম্পিয়াড। প্রতিবছরের ন্যায় এবারও চলছে জীববিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম। ষষ্ট থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অলিম্পিয়াডের যাত্রা শুরু হয় আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড দিয়ে। জনপ্রিয় পত্রিকা দৈনিক সমকালের সাথে যৌথভাবে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১ অনুষ্ঠিত হচ্ছে এবার। ইতোমধ্যেই রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা অনলাইনে বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। জুনিয়ার (ষষ্ট থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম থেকে দশম) ও হায়ার সেকেন্ডারি (একাদশ থেকে দ্বাদশ) ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ইতোমধ্যে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিডিবিও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৯ মে ২০২১ খ্রি. রাত ১২.০০ টার পর থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা তাদের সনদপত্র ডাউনলোড করতে পারবে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের জন্য আগামী ৯ই মে সকাল ০৮.০০ টা থেকেই জাতীয় পর্যায়ের রেজিস্ট্রেশনের সুযোগ উন্মুক্ত হবে । শুধুমাত্র আঞ্চলিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
অনলাইনে অনুষ্ঠিত আঞ্চলিক বায়োলজি অলিম্পিয়াডের ফলাফল দেখতে ক্লিক কর