-->

জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড ও ক্যাম্প প্রি-সিলেকশন আজ!


 


বাংলাদেশে জীববিজ্ঞানের সবচেয়ে বড় আসর জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় উৎসব আজ। করোনা অতিমারীর কারণে গত বছর থেকে অনলাইনে অনুষ্ঠিত জীববিজ্ঞান অলিম্পিয়াড। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও দৈনিক সমকাল যৌথভাবে আয়োজিত হচ্ছে “বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১”। জীববিজ্ঞান অলিম্পিয়াড দেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জীববিজ্ঞান-বিষয়ক মেধা যাচাইয়ের একটি প্রতিযোগীতা।  এর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  জুনিয়র (ষষ্ট থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম থেকে দশম) ও হায়ার সেকেন্ডারি (একাদশ থেকে দ্বাদশ) ক্যাটাগরিতেজীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

ইতোমধ্যে “বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১” এর আঞ্চলিক অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীরা ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীরা আজ সকাল ১১.১৫ হতে ১২.৪৫ পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। পাশাপাশি জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী দুপুর ১.৩০ হতে ২.০০ পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্প প্রিসিলেকশন পরীক্ষায় অংশগ্রহণ করবে। জাতীয় অলিম্পিয়ায় ও ক্যাম্প-প্রিসিলেকশন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল অনুযায়ী সেরা ২০ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় বায়োক্যাম্প ও প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে বিজয়ী চারজন শিক্ষার্থী পর্তুগালে অনষ্ঠিত ৩২ তম আন্তজার্তিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অনলাইনে অংশগ্রহণ করবে।  

 

 

Blogger দ্বারা পরিচালিত.