বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব ২০২১-এর তারিখ পরিবর্তন
“কারিগরি সমস্যার কারণে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১-এর আঞ্চলিক পর্বের পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়। তবে সমস্যাগুলো সমাধান করে সম্পূর্ণ ভিন্ন প্রশ্নপত্রে পুনরায় সকল প্রতিযোগীর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আঞ্চলিক উৎসবের নতুন তারিখ ৭ মে সকাল ১১.১৫ মিনিট-১২.০০ মিনিট এবং জাতীয় উৎসবের নতুন তারিখ ২২ মে সকাল ১১.১৫ মিনিট-১২.০০ মিনিট নির্ধারিত হয়েছে। সব সমস্যা কাটিয়ে উঠে এবার নির্বিঘ্নে শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার বিষয়ে আশাবাদী বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১ কর্তৃপক্ষ। অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এবং সমকালের ওয়েবসাইট ও ফেসবুক পেজে চোখ রাখার আহ্বান জানাচ্ছি।”
অনলাইনে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য পরীক্ষার নিয়ম প্রকাশ করেছে বিডিবিও কমিটি।
পরীক্ষার নিয়ম-কানুন:
• পরীক্ষার আগে বা সময় পেরিয়ে যাওয়ার পরে পরীক্ষার লিংকে ঢুকবেন না। ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিভাইসে পরীক্ষা দেওয়া যাবে। হাতে রাখুন আপনার প্রবেশপত্র।
• পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে ভিজিট করুন https://online-bdbo.azurewebsites.net এবং প্রবেশপত্র থেকে হুবহু তথ্য পূরণ করুন
• সময় সবার জন্য একসাথে শুরু হয়ে একসাথে শেষ হবে; কে কখন শুরু করলেন তার উপর নির্ভর করবে না
• তারপর Start বাটন চাপলে একটি একটি করে পরীক্ষার প্রশ্ন বা আইটেম আসতে থাকবে
• কোন ডিভাইস-এ রেজিস্ট্রেশন নম্বর ও ফোন নম্বর দিয়ে একবার “Start Exam” চাপ দেওয়া হলে ঐ ডিভাইসে ঐ ব্রাউজার ব্যতিত অন্য কোন ডিভাইস বা ব্রাউজার দিয়ে পরীক্ষা দিতে পারবে না।
• "Can't change your device or browser" দেখালে প্রথম ১০মিনিটের মধ্যে ০১৭১৪৬৯৪৪৯৯ নম্বরে কল করে সমাধান করে নিতে হবে।
• কতগুলো আইটেমের উত্তর দিয়েছেন আর সামনে কতগুলো আইটেম আসবে এবং সময় কতটা বাকি তা সবসময় দেখা যাবে
• প্রতিটি অপশনে True বা False নির্বাচন করুন কিংবা Skip করতে চাইলে ফাঁকা রাখুন
• উত্তর জমা দিতে হলে Next চাপুন কিংবা বাদ দিয়ে পরের প্রশ্নে যেতে Skip চাপুন
• ১টি প্রশ্ন ১ম বার স্কিপ করা হলে ২য় বার পাবেন কিন্তু ২য় বার ঐ প্রশ্ন স্কিপ করা হলে তা আর পাবেন না।
• আগের প্রশ্নে ফিরে যাওয়া যাবে না কিংবা Back বাটন চাপা যাবে না
• সময় শেষ হয়ে গেলে বা সব আইটেমের উত্তর দেওয়া হয়ে গেলে স্বয়ংক্রিভাবে নতুন পৃষ্ঠা লোড হবে
• সব উত্তর দেওয়ার আগে সময় শেষ হয়ে গেলে যতটুকু উত্তর দিতে পেরেছেন তা স্বয়ংক্রিভাবে সিস্টেমে জমা হবে
• অসময়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যতটুকু উত্তর দিতে পেরেছেন তা স্বয়ংক্রিভাবে সিস্টেমে জমা হবে
• পরীক্ষার সময় শেষ হওয়ার আগে পুনরায় সংযোগ স্থাপিত হলে বা রিফ্রেশ করলে কিংবা আবার লগ ইন করলে শেষ যে প্রশ্নে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেখান থেকে উত্তর দিতে থাকতে পারবেন
• অনেক সময় কোনো একটা ইন্টারনেট সেবাদাতার সিস্টেম থেকে কোনো ওয়েবসাইট বন্ধ দেখাতে পারে যদিও তা আসলে চালু; সেটা অনলাইন পরীক্ষার ক্ষেত্রেও ঘটতে পারে
• তখন সেই সার্ভিসের বদলে অন্য ইন্টারনেট সার্ভিস ব্যবহার করলে সমস্যার সমাধান হতে পারে; যেমন: ব্রডব্যান্ডের বদলে মোবাইল ইন্টারনেট কিংবা একটি মোবাইল ক্যারিয়ারের বদলে অন্য ক্যারিয়ার
• তাছাড়া বিনামূল্যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (যেমন: Browsec) ব্রাউজার অ্যাড-অন বা মোবাইল অ্যাপ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
• আপনার ব্রাউজার আপডেট করা থাকতে হবে।
• কোন ইন্টারনেট সার্ভিস বা ডিভাইস ব্যবহার করে আপনি সবচেয়ে সহজে https://online-bdbo.azurewebsites.net এ ঢুকতে পারবেন সেটা আগেই যাচাই করে নির্দিষ্ট রাখুন কারণ অনলাইনে পরীক্ষা চলাকালে অতিরিক্ত সময় পাবেন না
• নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/bdbo.mail
ফেসবুক পেইজ: https://facebook.com/bdbo.org
ওয়েব সাইট: http://bdbo.org