-->

বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব ২০২১-এর তারিখ পরিবর্তন

 

বাংলাদেশের শিক্ষার্থীদের জীবজ্ঞিানের সবচেয়ে বড় আসর জীববিজ্ঞান অলিম্পিয়াড। প্রতিবছরের ন্যায় এবারও চলছে জীববিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম। ষষ্ট থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অলিম্পিয়াডের যাত্রা শুরু হয় আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড দিয়ে। আঞ্চলিক অলিম্পিয়াডে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় অলিম্পিয়াড, জাতীয় অলিম্পিয়াডে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বায়োক্যাম্প, অতঃপর আন্তজিার্তিক বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ। অঞ্চল ভেদে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শুরু হয় জীববিজ্ঞান অলিম্পিয়াড। তবে বিশ্বব্যাপী অতিমারী করোনার প্রভাবে গতবছর থেকে জীববিজ্ঞান অলিম্পিয়াড অনলাইনে অনিুষ্ঠিত হচ্ছে। এবছরও অনলাইনে আয়োজিত জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আঞ্চলিক অনলাইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল ২০২১। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ২৩ তারিখের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। নতুন আঞ্চলিক বায়োলজি অলিম্পিয়াডের তারিখ ঘোষণা করেছে ৭ মে ২০২১। উল্লেখ্য জনপ্রিয় পত্রিকা দৈনিক সমকালের  সাথে যৌথভাবে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১ অনুষ্ঠিত হচ্ছে এবার। 

 ইতিমধ্যে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।  বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের অফিসিয়াল নোটিশ-

“কারিগরি সমস্যার কারণে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১-এর আঞ্চলিক পর্বের পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়। তবে সমস্যাগুলো সমাধান করে সম্পূর্ণ ভিন্ন প্রশ্নপত্রে পুনরায় সকল প্রতিযোগীর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আঞ্চলিক উৎসবের নতুন তারিখ ৭ মে সকাল ১১.১৫ মিনিট-১২.০০ মিনিট এবং জাতীয় উৎসবের নতুন তারিখ ২২ মে সকাল ১১.১৫ মিনিট-১২.০০ মিনিট নির্ধারিত হয়েছে। সব সমস্যা কাটিয়ে উঠে এবার নির্বিঘ্নে শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার বিষয়ে আশাবাদী বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১ কর্তৃপক্ষ। অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এবং সমকালের ওয়েবসাইট ও ফেসবুক পেজে চোখ রাখার আহ্বান জানাচ্ছি।”

অনলাইনে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য পরীক্ষার নিয়ম প্রকাশ করেছে বিডিবিও কমিটি।

পরীক্ষার নিয়ম-কানুন:

• পরীক্ষার আগে বা সময় পেরিয়ে যাওয়ার পরে পরীক্ষার লিংকে ঢুকবেন না। ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিভাইসে পরীক্ষা দেওয়া যাবে। হাতে রাখুন আপনার প্রবেশপত্র।

• পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে ভিজিট করুন https://online-bdbo.azurewebsites.net  এবং প্রবেশপত্র থেকে হুবহু তথ্য পূরণ করুন

• সময় সবার জন্য একসাথে শুরু হয়ে একসাথে শেষ হবে; কে কখন শুরু করলেন তার উপর নির্ভর করবে না

• তারপর Start বাটন চাপলে একটি একটি করে পরীক্ষার প্রশ্ন বা আইটেম আসতে থাকবে

• কোন ডিভাইস-এ রেজিস্ট্রেশন নম্বর  ফোন নম্বর দিয়ে একবার “Start Exam” চাপ দেওয়া ‍হলে  ডিভাইসে  ব্রাউজার ব্যতিত অন্য কোন ডিভাইস বা ব্রাউজার দিয়ে পরীক্ষা দিতে পারবে না।

"Can't change your device or browser" দেখালে প্রথম ১০মিনিটের মধ্যে ০১৭১৪৬৯৪৪৯৯ নম্বরে কল করে সমাধান করে নিতে হবে।

• কতগুলো আইটেমের উত্তর দিয়েছেন আর সামনে কতগুলো আইটেম আসবে এবং সময় কতটা বাকি তা সবসময় দেখা যাবে

• প্রতিটি অপশনে True বা False নির্বাচন করুন কিংবা Skip করতে চাইলে ফাঁকা রাখুন

• উত্তর জমা দিতে হলে Next চাপুন কিংবা বাদ দিয়ে পরের প্রশ্নে যেতে Skip চাপুন

•  ১টি প্রশ্ন ১ম বার স্কিপ করা হলে ২য় বার পাবেন কিন্তু ২য় বার  প্রশ্ন স্কিপ করা হলে তা আর পাবেন না।

• আগের প্রশ্নে ফিরে যাওয়া যাবে না কিংবা Back বাটন চাপা যাবে না

• সময় শেষ হয়ে গেলে বা সব আইটেমের উত্তর দেওয়া হয়ে গেলে স্বয়ংক্রিভাবে নতুন পৃষ্ঠা লোড হবে

• সব উত্তর দেওয়ার আগে সময় শেষ হয়ে গেলে যতটুকু উত্তর দিতে পেরেছেন তা স্বয়ংক্রিভাবে সিস্টেমে জমা হবে

• অসময়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যতটুকু উত্তর দিতে পেরেছেন তা স্বয়ংক্রিভাবে সিস্টেমে জমা হবে

• পরীক্ষার সময় শেষ হওয়ার আগে পুনরায় সংযোগ স্থাপিত হলে বা রিফ্রেশ করলে কিংবা আবার লগ ইন করলে শেষ যে প্রশ্নে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেখান থেকে উত্তর দিতে থাকতে পারবেন

• অনেক সময় কোনো একটা ইন্টারনেট সেবাদাতার সিস্টেম থেকে কোনো ওয়েবসাইট বন্ধ দেখাতে পারে যদিও তা আসলে চালু; সেটা অনলাইন পরীক্ষার ক্ষেত্রেও ঘটতে পারে

• তখন সেই সার্ভিসের বদলে অন্য ইন্টারনেট সার্ভিস ব্যবহার করলে সমস্যার সমাধান হতে পারে; যেমন: ব্রডব্যান্ডের বদলে মোবাইল ইন্টারনেট কিংবা একটি মোবাইল ক্যারিয়ারের বদলে অন্য ক্যারিয়ার

• তাছাড়া বিনামূল্যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (যেমন: Browsec) ব্রাউজার অ্যাড-অন বা মোবাইল অ্যাপ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

• আপনার ব্রাউজার আপডেট করা থাকতে হবে।

• কোন ইন্টারনেট সার্ভিস বা ডিভাইস ব্যবহার করে আপনি সবচেয়ে সহজে https://online-bdbo.azurewebsites.net  এ ঢুকতে পারবেন সেটা আগেই যাচাই করে নির্দিষ্ট রাখুন কারণ অনলাইনে পরীক্ষা চলাকালে অতিরিক্ত সময় পাবেন না

• নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন

ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/bdbo.mail

ফেসবুক পেইজ: https://facebook.com/bdbo.org

ওয়েব সাইট: http://bdbo.org

 

Blogger দ্বারা পরিচালিত.