নিউটনের মাথায় কি আপেল পড়েছিল?
বিজ্ঞান জগতের প্রচলিত গল্প -স্যার আইজ্যক নিউটনের মাথায় আপেল পড়েছিল আর সেই ভাবনা থেকেই নিউটন আবিষ্কার করেন অভিকর্ষ বল। আমাদের শিক্ষার্থীদের ঠিক এভাবে শেখানো হয়। কিন্তু আসল সত্য কি? নিউটনের মাথায় কি আপেল পড়েছিল? প্রমাণসহ সত্য রহস্য ও নিউটন সম্পর্কে সংক্ষেপে জানবো আমরা। এমন সব তথ্য নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আমরা প্রকাশ করব। এই ভিডিওটি “জানা-অজানা” ক্যাটাগরির আওতয়া প্রকাশিত।