-->

বায়োলজি অলিম্পিয়াড প্রস্তুতি (মডেল টেস্ট-০১)




মডেল টেস্ট-১

আসন্ন জীববিজ্ঞান অলিম্পিয়াডকে সামনে রেখে শুরু হল বায়োলজি অলিম্পিয়াড মডেল টেস্ট। এটা নিশ্চিত যে তোমরা বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বেশ প্রস্তুতি নিচ্ছ। তোমার প্রস্তুতি আরো বেশি সমৃদ্ধ করতে মডেল টেস্ট এর মাধ্যমে মেধা যাচাইয়ের চেষ্টা করেছি মাত্র। তোমাদের পরামর্শ ও চাহিদা অনুযায়ী আরো সুন্দরভাবে সাজানো হবে। তাহলে শুরু করা যাক-

নিচে উল্লেখিত প্রশ্নের সমাধান দিতে কমেন্ট বক্সে লিখ। এরপর সঠিক উত্তরের সাথে মিলিয়ে দেখ-
১। নিচে চিত্র অনুযায়ী মেসেন্জার আরএনএর সঠিক নিউক্লিওটাইড বিন্যাস নিচের কোনটি হবে?






    (ক)         খে)        গে)        ঘে)        (ঙ)
২।  নিচে প্রদত্ত তালিকা থেকে পাশাপাশি দুই সারি মিল করঃ

৩। Pedology নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) মৃত্তিকা
খ) রোগ
গ) ফুলে পাঁপড়ি
ঘ) বায়ু দূষণ

৪। নিচের কোনটি ফুল নিয়ে আলোচনা করে?
ক) Flowerology
B. Anthology
C. Agrostology
D. Pheonology

৫। উদ্ভিদের উপর আলোর প্রভাব সম্পর্কিত আলোচনাকে কি বলে?
ক) ফটোবায়োলজি
খ) ফনেটিকস
গ) ফটোপিরিয়ডিজম
ঘ) ফটোমরফোজেনেসিস

৬। উদ্ভিদের নামকরণ বিদ্যাকে কি বলে?
ক) মাইকোলজি
খ) ট্যাক্সোনমি
গ) ডেনড্রোলজি
ঘ) পেডোলজি

৭) মাইক্রোবায়োলজি নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) অনুবীক্ষনিক উদ্ভিদ
খ) মাইক্রোপ্লাজমা
গ) মাইক্রোবস
ঘ) মাইটস

৮। প্যালেন্টলজি নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) প্রাইমেটস
খ) ফসিল
গ) পাখি
ঘ) অস্থি

৯। এক্সোবায়োলজি নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) টেরেসটেরিয়াল জীব
খ) এন্ডোডেমিস
গ) অন্য উদ্ভিদের উপরের জীব
ঘ) বায়ুতে জীব

১০। ডেনড্রোলজি নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) ফুল
খ) ঘাস
গ) বৃক্ষ
ঘ) বৃক্ষ ও গুল্ম

উত্তর এবং মডেল টেস্ট আগামী সংখ্যায় প্রকাশিত হবে................



Blogger দ্বারা পরিচালিত.