বিশ্ব মহাকাশ সপ্তাহ-২০১৮!
শিক্ষার্থীদের মাঝে মহাকাশ ও জৌতির্বিজ্ঞানের বিষয় জনপ্রিয় করতে ০৪-১০ অক্টোবর বিশ্বব্যাপী উদযাপিত হয় মহাকাশ সপ্তাহ! প্রতিবারের মত এবছর বিশ্বের বহুদেশে উদযাপিত হচ্ছে মহাকাশ সপ্তাহ।
প্রতিবছর ০৪ অক্টোবর আসলেই স্মৃতি হাতরায় আমি,সেই ২০০৭। প্রথম বাঙালী হিসেবে মহাকাশ ভ্রমনের সুযোগ পাওয়া,এক নতুন স্বপ্ন চোখে মহাকাশ বিজ্ঞানী হওয়ার!!
এখনো স্বপ্ন দেখি এক নতুন প্রজন্মের যারা মহাকাশ গবেষনায় নিয়োজিত হবে,জৌতির্বিজ্ঞানে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে!!!