-->

সেরাদের সেরা সানিডেলের শ্রাবন্তী

প্রথম জাতীয় জীববিজ্ঞান উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা চলছে। বিভিন্ন ক্যাটাগরির প্রথম-দ্বিতীয় রানার্সআপ ও চ্যাম্পিয়নদের নাম ঘোষণা শেষ। সবাই ভাবলো এই হয়তো বিজয়ীদেও তালিকা। কিন্তু না! সবাইকে অবাক করে উপস্থাপক তমাল দাশ ঘোষণা করলেন সবচেয়ে আকর্ষনীয় মুহূর্তের কথা। এবার ঘোষনা করা হবে চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নের নাম। নামটি শোনার জন্য সবার অধীর আগ্রহ। সারাদেশ থেকে আসা প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে সে সর্বোচ্চ স্কোর করেছে। সবার দৃষ্টি সেই প্রখর মেধাবীকে দেখার জন্য। অবশেষে নাম ঘোষণা হল। 

ছবি: শৈতী শ্রাবন্তি হালদার

সবাইকে পেছনে ফেলে উৎসবে সেরাদের সেরা হয়েছে সানিডেইল স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শৈতী শ্রাবন্তুী হালদার। বাবা হিরন্ময় হালদার, মা নিনা গোস্বামীর গর্বিত সন্তান তিনি। ছোটবেলায় থেকেই বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তার মেধার ধার সবার সামনে উন্মোচিত করেছে। সে ’ও’ লেভেল পরীক্ষায় দশটি বিষয়ে অ* গ্রেড অর্জন করেছিল। পরবর্তীতে অঝ খবাবষ পরীক্ষাতে সে চারটি বিষয়ের সবগুলোতে ৯০ শতাংশর বেশি নম্বর পায়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বহুবিধ প্রতিযোগিতায় তার রয়েছে অসাধারণ সাফল্য। ইতিমধ্যে সে বাংলা ভাষা প্রতিযোগিতা ও বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে সফল হয়েছে। জ্ঞানচর্চা ও সাধনা তার মূল লক্ষ্য হলেও সাংস্কৃতিক অঙ্গনে ছোটবেলা থেকেই তার নিয়মিত পদচারণ। ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় বুলবুল ললিতকলা কেন্দ্র থেকে কত্থক ও সাধারন নৃত্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এরপর বাংলাদেশ একাডেমী অফ ফাইন আর্টস থেকে মনিপুরি নৃত্যের উপর ডিপ্লোমা কোর্স শেষ করেছে। বর্তমানে শৈতী নৃত্যগুরু ওয়ারদা রিহাব এর অধীনে নিয়মিত নৃত্য চর্চা করছে। এছাড়াও চার বছর ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ শেষে বর্তমানে সে সুরের ধারাতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শৈতীর অবসর সময় কাটে বোনের সঙ্গে অথবা মাইক্রোসফট পেইন্ট এ ছবি এঁকে। শৈতীর ইচ্ছা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার। প্রথম জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার পরই শৈতীর স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। ইতিমধ্যেই শৈতী বিশ্বের প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের একটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রতি শৈতীর কৃতজ্ঞতা অনেক। গবেষণার পাশাপাশি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাথে নিয়মিত যুক্ত থেকে জীববিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করার স্বপ্ন দেখে এই শিক্ষার্থী।    

Blogger দ্বারা পরিচালিত.